About Us – GTRIK IT
আমরা কারা
GTRIK IT শুধুমাত্র একটি ট্রেনিং প্ল্যাটফর্ম নয়—এটি হলো শিক্ষার্থী, মেন্টর এবং প্রফেশনালদের একটি কমিউনিটি, যারা একসাথে কাজ করছে প্রযুক্তি-নির্ভর একটি ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি সহজ লক্ষ্য নিয়ে: নতুন প্রজন্মকে এমন ডিজিটাল স্কিল শেখানো, যা শুধু জ্ঞান বাড়াবে না, বরং বৈশ্বিক ফ্রিল্যান্সিং ও আইটি খাতে বাস্তব ক্যারিয়ার তৈরি করবে।
আমাদের মিশন
আমাদের মিশন স্পষ্ট: ভবিষ্যৎমুখী ডিজিটাল স্কিল দিয়ে তরুণদের প্রস্তুত করা এবং তাদের সম্ভাবনাকে সফলতায় রূপান্তর করা। আমরা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং আধুনিক আইটি সলিউশনস বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেই, যাতে শিক্ষার্থীরা একটি টেকসই ও স্বাধীন ক্যারিয়ার গড়তে পারে।
আমরা কী করি
স্কিল ডেভেলপমেন্ট: ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড কোর্স, যা বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক।
লার্ন অ্যান্ড আর্ন: প্রশিক্ষণের সময়েই ফ্রিল্যান্সিং শুরু করার সুযোগ।
লাইফটাইম সাপোর্ট: কোর্স শেষ হওয়ার পরেও ধারাবাহিক পরামর্শ ও গাইডলাইন।
কমিউনিটি বিল্ডিং: প্রফেশনাল ও অ্যালামনাই নেটওয়ার্ক, যেখানে রিসোর্স ও সুযোগ ভাগাভাগি হয়।
আমাদের ভিশন
আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা হবে দক্ষ, আত্মনির্ভরশীল এবং বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক। GTRIK IT বিশ্বাস করে, প্রতিটি মানুষের মধ্যেই সাফল্যের সম্ভাবনা আছে। সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে সেই সম্ভাবনা সফলতায় রূপান্তরিত হয়।
কেন GTRIK IT?
✔️ বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষক
✔️ শুরু থেকে প্রফেশনাল পর্যায় পর্যন্ত সাজানো কোর্স
✔️ শুধু তত্ত্ব নয়, প্র্যাকটিক্যাল আউটকামের উপর ফোকাস
✔️ লাইফটাইম মেন্টরশিপ ও প্রফেশনাল নেটওয়ার্ক
✔️ সফল ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল তৈরি করার অঙ্গীকার